ঘরে যুবকের ঝুলন্ত লাশ, বিছানায় স্ত্রী-সন্তানের মরদেহ
গাজীপুরে বসতবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই একই ঘরের বিছানায় তাঁর স্ত্রী ও ৪ বছরের মেয়ের লাশ পড়ে ছিল। গতকাল শনিবার রাতে নগরের গোবিন্দবাড়ি দেওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন নাজমুল ইসলাম (২৯), তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২২) ও মেয়ে নাদিয়া আক্তার (৪)। নাজমুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের আবুর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে গাজীপুর নগরের গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, অনেক দিন ধরেই নানা বিষয় নিয়ে নাজমুল ও খাদিজার মধ্যে কলহ চলছিল। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁরা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হয়ে গেলেও তাঁরা ঘুম থেকে উঠছিলেন না। সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাঁদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা ঘরের পেছন দিকের জানালার ফাঁক দিয়ে দেখেন নাজমুলের লাশ ঝুলছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।
খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাস রোধ করে বা অন্য কোনো উপায়ে হত্যা করেছেন ওই স্বামী। পরে স্ত্রীর একটি ওড়না গলায় পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।