খোকসায় নছিমনের চাপায় বাইসাইকেলচালক নিহত

খোকসায় নছিমনের চাপায় নিহত বাইকেলচালকের স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ নছিমনের চাপায় উজ্জ্বল বিশ্বাস (৩২) নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল বিশ্বাস উপজেলার খোকসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাচেন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইজিবাইকচালক রিপন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে তিনি খোকসা বাসস্ট্যান্ডে যান। কয়েক সেকেন্ডের মধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগতির নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ইজিবাইকে ধাক্কা দিয়ে পাশের একটি ভ্যানস্ট্যান্ডে ঢুকে পড়ে। নছিমনটি সেখানে দাঁড়িয়ে থাকা এক বাইসাইকেলচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। স্থানীয় লোকজন তাঁকেসহ হতাহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কয়েকটি গরু নিয়ে নছিমনটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ হাট থেকে রাজবাড়ীর পাংশার দিকে যাচ্ছিল। খোকসা বাসস্ট্যান্ডে পৌঁছালে নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন। তখন চালকবিহীন গাড়িটি ভ্যানস্ট্যান্ডে ঢুকে পড়ে।

নিহত উজ্জ্বলের স্ত্রী মনিরা খাতুন বলেন, সন্ধ্যার কিছু আগে তাঁর স্বামী উজ্জ্বল সাইকেলে পাশের উপজেলা শৈলকুপায় বোনের বাড়িতে ভাগনেদের বিরোধ মেটানোর উদ্দেশ্যে রওনা দেন। এর কিছুক্ষণ পর খবর আসে, তিনি আহত হয়েছেন। হাসপাতালে গিয়ে জানতে পারেন, তিনি মারা গেছেন।

খোকসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহমেদ প্রথম আলোকে বলেন, বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের গতিরোধকের কাছে নছিমনটি পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। তখন নছিমনের চালক ছিটকে পড়ে যান। চালকহীন নছিমনটি দ্রুতগতিতে সাইকেলচালককে চাপা দিয়ে সড়কের পাশে চলে যায়। ঘটনার পর নছিমনের চালক পালিয়ে গেছেন। তবে গরুবোঝাই নছিমনটি জব্দ করা হয়েছে।