বগুড়ায় ইজিবাইককে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত ১
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ইজিবাইককে চাপা দেওয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি।
নিহত ওই ব্যক্তির নাম আবদুল হাই (৫৫)। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বীরগ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে ইজিবাইকের চালকের নাম জানা যায়নি। আহত আরেকজন হলেন তালতা গ্রামের সাদ্দাম হোসেন (১৮)। আহত চালককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত যাত্রী সাদ্দাম হোসেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মির্জাপুর এলাকার তাজুল ইসলামসহ দুজন বলেন, ইজিবাইকটি মির্জাপুর থেকে উপজেলার রানিরহাটের দিকে যাচ্ছিল। পথে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ওই ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা আবদুল হাইকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন আহত যাত্রী সাদ্দাম হোসেন বলেন, ইজিবাইকে তিনি মহাসড়কের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁদের ইজিবাইকটি মির্জাপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তিনিসহ ইজিবাইকের চালক ও আরেক যাত্রী গুরুতর আঘাত পান।
তবে দুর্ঘটনাকবলিত নাবিল পরিবহন বাসের টিকিট চেকার শাহিন আলম বলেন, মির্জাপুরে ইজিবাইকটিকে রক্ষা করতে গিয়ে তাদের বাসটি মহাসড়কের পাশে একটি গর্তের মধ্যে পড়ে গেছে। তবে এতে তাদের বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন সরকার ও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ওই বাসটি কোনো যানকে ধাক্কা দিয়েছে কি না সেটা তাঁরা জানেন না। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে দেখেন নাবিল পরিবহনের বাসটি মহাসড়কের পাশের খাদে উল্টে আছে।