বন্যার্তদের রান্না করা খাবার দিল প্রথম আলো ট্রাস্ট

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষকে দুপুরের খাবার দেওয়া হয়। আজ দুপুরে চর বাদাম ইউনিয়নে রামগতি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজছবি: প্রথম আলো

বন্যাকবলিত লক্ষ্মীপুরের দুটি আশ্রয়কেন্দ্রে থাকা ৯১০ জন ব্যক্তিকে রান্না করা খাবার বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট। আজ শনিবার দুপুরে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের চর পোরাগাছার রামগতি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পশ্চিম চর কলাকোপা হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এসব খাবার বিতরণ করা হয়।

রান্না করা খাবারে ছিল সাদা ভাত, মুরগির মাংস, মসুর ডাল ও সবজি। প্রথম আলো লক্ষ্মীপুর বন্ধুসভার সহায়তায় এসব খাবার বিতরণ করা হয়। এ সময় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন, রামগতি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোর্শেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনা শীষ মজুমদার উপস্থিত ছিলেন।

রান্না করা খাবার পেয়ে খুশি হন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ। বকুল বেগম নামের এক নারী বলেন, ‘বন্যার পানিতে আমার বাড়ির চারপাশ ডুবে গেছে। একটি গরু মারা যায়। গত ১২ দিন ধরে ঠিকমতো খেতে পারিনি। অনেক দিন পর আজ পেট ভরে খেয়েছি।’

জোসনা বেগম নামের আরেকজন বলেন, ‘গত ছয় দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি।

শুকনা খাবার এবং মাঝেমধ্যে খিচুড়ি খেয়ে দিন কেটেছে। ছয় দিন পর আজ পেট ভরে রান্না করা ভাত খেলাম।’

এদিকে রান্না করা খাবারের বাইরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জেলার বন্যাদুর্গত ৭৫০টি পরিবারকে শুকনা খাবারসহ ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, মসুর ডাল, মোমবাতি, চিড়া, মুড়ি, গুড়, দেশলাই, খাওয়ার স্যালাইন, বোতলজাত পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

লক্ষ্মীপুরে ১৯ আগস্ট থেকে বন্যা দেখা দেয়। আজ শনিবার পর্যন্ত অনেক এলাকা বন্যার পানিতে ডুবে রয়েছে। বন্যাকবলিত এলাকায় সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে।