রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল মোংলা বন্দরে এল ভারত হয়ে
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। তবে এসব মালামাল ভারত থেকে ট্রানজিট হয়ে বাংলাদেশের পতাকাবাহী এমভি অপরাজিতা নামের একটি জাহাজে করে এসেছে। মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জাহাজটি নোঙর করে।
জাহাজটির বাংলাদেশি শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে বাংলাদেশে আসা নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৯৮৯ প্যাকেজের ১ হাজার ৬৯০ মেট্রিক টন পণ্য এসেছে। রাশিয়ার পণ্য হলেও এটি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে এসেছে। এখন সেগুলো খালাসের কার্যক্রম চলমান রয়েছে। দুই দিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়কপথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের নিকট এগুলো পৌঁছে দেওয়া হবে।
এইচ এম দুলাল আরও বলেন, এর আগে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১ হাজার ৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মোংলায় নোঙর করেছিল আরেক বাংলাদেশি জাহাজ এমভি সেঁজুতি। সেই জাহাজের পণ্য ইতিমধ্যে খালাস শেষে নিরাপদে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য বাগেরহাটের মোংলা বন্দরে আনা হয়।