চাঁদপুরে কোহিনুর হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রতীকী ছবি

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ভূঁইয়া বাড়ির কোহিনুর হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হলেন নাজমা আক্তার নয়ন ও রফিক। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।

২০১৫ সালের ২২ আগস্ট রাত আটটায় কোহিনুর বেগম এই আসামিদের কাছ থেকে পাওনা ৫ লাখ টাকা চাইতে গেলে এক নম্বর আসামি নাজমা তাঁর ঘরের ভেতর টাকা দেওয়ার কথা বলে ডেকে আনে। ঘরে এলে আসামিরা কোহিনুর বেগমের মাথার মাঝখানে বঁটি দিয়ে কোপ দিয়ে মেরে ফেলেন।

এ ঘটনায় কোহিনুরের ভাই আবদুল মালেক বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

চাঁদপুরের পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী বলেন, এ মামলায় ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।