রাঙামাটিতে লরির ধাক্কায় অটোরিকশা ছিটকে খাদে, নিহত ৩
রাঙামাটির কাউখালীতে লরির ধাক্কায় অটোরিকশা ছিটকে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। উপজেলার ঘাগড়া ইউনিয়নে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাঙামাটি শহর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি কাউখালীর ঘাগড়া বাজারের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি কলাবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি সেটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে খাদে পড়ে যায়। লরিটিও খাদে পড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—মো. হানিফ (৪৫) ও নবীর হোসেন (৫০)। নিহত আরেকজনের নাম–পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে মো. নুরুল আজিম নামের একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শওকত আকবর বলেন, চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আরেকজন মারা যান। আহত অবস্থায় নুরুল আজিমকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।