গাজীপুরে হঠাৎ অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

মো. আবদুল করিম
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রোববার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসক। তবে এ ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।

ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হলেন মো. আবদুল করিম (৬০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. হেলাল মিয়া বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল করিম গতকাল শনিবার রাতেই কেন্দ্রে এসে কাজে যোগ দেন। রাতে তিনি কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম করেন। আজ সকাল সোয়া সাতটার দিকে বাইরে নাশতা সেরে কেন্দ্রে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, মো. আবদুল করিমের লাশ হাসপাতালে আছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন

ভোট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, বিএনপির হরতাল ‘ঢংঢাং’

হুইপের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, ভোটার আনছেন নৌকার সমর্থকেরা

ভোলায় ভোটের আগের রাতে কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুল করিম সুস্থ অবস্থায় গতকাল রাতে কাজে যোগ দিয়েছিলেন। কেন্দ্রে গিয়ে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনও করেছিলেন। আজ সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন। ভোট গ্রহণের আগেই তাঁর স্থানে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।