রাষ্ট্রদূতের ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে সিলেটে এক তরুণ গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

রাষ্ট্রদূতের ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে সিলেটে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের রায়নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণের নাম ফাহিম আহমেদ (২০)। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামে, তবে থাকতেন নগরের রায়নগর এলাকায়।

পুলিশ জানিয়েছে, বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন ফাহিম। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি, স্কুলে ভর্তিসহ আরও কিছু আশ্বাস দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিজেকে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দিয়ে তদবিরের চেষ্টা করেন তিনি। পরে ওই রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে প্রতারণার অভিযোগে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় গতকাল একটি মামলা করা হয়।

ওই প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—সেটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেটের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে হলে পুলিশের সহায়তা নিতে হবে।’