ছটফট করে একে একে ৯ গরুর মৃত্যু, বিষপ্রয়োগের অভিযোগে গ্রেপ্তার ২

গবাদিপশুর খামারের দেশীয় জাতের ৯টি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগর এলাকায়ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনে একটি গবাদিপশুর খামারের দেশীয় জাতের ৯টি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে গরুগুলোকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন খামারের মালিক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমজান মিয়া ও মনির মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগর এলাকায় সুলেমান মিয়ার খামারে এ ঘটনা ঘটে। খামারের মালিক সুলেমান মিয়া বলেন, ‘কোরবানির ঈদ সামনে রেখে আমি আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে ষাঁড় গরুগুলো লালন–পালন করছিলাম। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ খামারের গরুগুলো একে একে অসুস্থ হতে থাকে। প্রথমে সকালে দুটি গরু মারা যায়। এরপর সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৯টি গরু ছটফট করতে করতে মারা গেছে। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অবলা জীবদের এভাবে বিষ দিয়ে মেরে কী লাভ হলো? গরুর সঙ্গে এ কেমন শত্রুতা। এখন আমি কীভাবে এত লোকসান পুষিয়ে পরিবারের খরচ বহন করব, তা নিয়ে বড় টেনশনে আছি।’

এ ঘটনায় সুলেমান মিয়া শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছেন। সেই সঙ্গে তিনি সরকার ও প্রশাসনের কাছ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন এবং আর্থিক সহযোগিতা চেয়েছেন।

খামারমালিক সুলেমানের বাবা মাসুক মিয়া বলেন, তাঁদের পরিবারের সঙ্গে এলাকার সবজি ব্যবসায়ী রমজান মিয়ার বিরোধ চলছিল। ৪ মার্চ রমজান মিয়া তাঁদের বাড়িতে এসে প্রকাশ্যে জানমালের ক্ষতি করার হুমকি দেন। তাঁদের খামারে ছোট-বড় মিলিয়ে ২২টি গরু ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।