কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছেছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনের মধ্যে একজন নারী। তাঁর নাম তানিয়া আক্তার (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নিহত আরেক পুরুষ (৪৭) যাত্রীর নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে তানিয়া শ্বশুরবাড়ি থেকে ভেড়ামারায় বাবার বাড়ি যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কুষ্টিয়া থেকে অটোরিকশায় করে কয়েকজন ভেড়ামারায় যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে অটোরিকশাটি ঘোড়ামারার কাছে পৌঁছালে বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার প্রথম আলোকে বলেন, আজ সকালে ঘন কুয়াশা ছিল। ট্রাকের ডান চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ জন্য হয়তো দুর্ঘটনাটা ঘটে থাকতে পারে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।