শিক্ষার্থীকে অফিস সহকারীর যৌন নিপীড়ন, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আজ দুপুরেছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে যৌন নিপীড়নের শিকার হয়ে নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে এক বিদ্যালয় শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে বিদ্যালয়ে অফিস সহকারী মো. নুর নবীকে আসামি করে সোনাগাজী থানায় এ মামলা হয়। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মো. নুর নবীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আসামি মো. নুর নবী ওরফে শেখ ফরিদ (৪২) ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ওয়াজি উল্যাহর ছেলে। গত রোববার প্রধান শিক্ষকের কাছে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়। তবে নুর নবী বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এর আগে ২০২২ সালে অপর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় কারাগারে ছিলেন তিনি।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের পর প্রধান শিক্ষক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা না করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ দুপুরে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলে অভিযুক্তের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসহ ফৌজদারি অপরাধের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসের পর সড়ক ছাড়ে শিক্ষার্থীরা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েজীদ আকন বলেন, অভিযুক্ত মো. নুর নবীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।