ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি তরুণকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বড়শশী ইউনিয়নের মায়াপাড়া সীমান্ত এলাকার ৭৭৭ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই দুই তরুণ হলেন দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ-বলরামপুর এলাকার কৃষ্ণ চন্দ্র রায় (২০) এবং বোদা উপজেলার মাড়েয়া এলাকার দীপ্ত রায় (১৮)।

এ ঘটনায় গতকাল রাত ১২টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়শশী বিওপির কমান্ডার নায়েব সুবেদার এ কে এম আলী আজাদ বাদী হয়ে বোদা থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই এলাকায় টহল দিচ্ছিল বিজিবি। এ সময় শূন্যরেখার প্রায় দেড় শ গজ (বাংলাদেশ) ভেতরে ওই দুই বাংলাদেশি তরুণকে হাতেনাতে ধরে ফেলে বিজিবি। ওই ব্যক্তিরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা স্থানীয় এক দালালের সহায়তায় ভারতে কাজ করার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ জন্য তাঁরা পাঁচ হাজার টাকা করে দালালকে দিয়েছেন। তবে তাঁদের আটকের সময় ঘটনাস্থলে ওই দালালকে খুঁজে পায়নি বিজিবি।

ওই দুই তরুণকে গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ওই দুজনের নামে বিজিবির পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুই তরুণকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।