নির্বাচনের পরের সরকার সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায়ছবি: প্রথম আলো

অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা মনে করি জুলাই গণ–অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে নির্বাচন–পরবর্তী সময়ে যে সরকার আসবে, তারা যে সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায় বিজয় সৌধ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হন আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টিকে তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই দল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে। তিনি আরও বলেন, ‘আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই এই গণ–অভ্যুত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিলেন? কেন এত মানুষ রক্ত দিলেন?’ অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির দাবি জানান তিনি।

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের মানুষের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এস এম সাঈদ মোস্তাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, মুখপাত্র টি এম মুশফিক সাদ, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন, মহসিন রেজা প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন