গাজীপুরে হঠাৎ ঘরে বিস্ফোরণ, ঘুমন্ত অবস্থায় তিন ব্যক্তি দগ্ধ

গাজীপুর মহানগরীর হারিকেন ডেগেরচালা এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের কক্ষের দৃশ্য। মঙ্গলবার সকালে তোলা
ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রী ও এক সন্তান ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন অবস্থায় ভোরে হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরিত হয়। এ সময় ওই তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত হয়েছে দরজা, জানালাসহ ঘরের আসবাব। আজ মঙ্গলবার সকাল ছয়টায় গাজীপুর মহানগরীর হারিকেন ডেগেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন মো. হারিজ (৫৫), তাঁর স্ত্রী আয়শা খাতুন (৩৫) ও তাঁদের সন্তান মো. মাইদুল (১২)। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বিস্ফোরণে তিনজনের শরীর ঝলসে গেছে।

স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা জানান, ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় মো. হারিজ স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করছেন। তাঁরা যথারীতি রাতে ঘুমিয়ে পড়েন। ভোর ৬টায় তাঁদের কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল না। বিস্ফোরণে দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হলেও রেফ্রিজারেটর ও বিদ্যুৎ–সংযোগ ক্ষতিগ্রস্ত হয়নি।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, তিনজন দগ্ধ হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যাচ্ছে না।