সাঈদীর মৃত্যুতে শোক জানানো খুলনার আরও ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ছাত্রলীগের লোগো

খুলনায় ছাত্রলীগের আরও তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য গাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের গোলদার ও পাইকগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদি হাসান।

আরও পড়ুন

গতকাল বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছেও সুপারিশ পাঠিয়েছেন তাঁরা।

এর আগে গত সোমবার রাতে একই কারণে ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের উপস্বাস্থ্য–বিষয়ক সম্পাদক মো. ইরতাজুল গাজী, জেলা সদস্য মওদুদ আহমেদ, তেরখাদা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রনি ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাসিবুর রহমান, ডুমুরিয়া উপজেলার সহসভাপতি বি বি এ কাজল ও পাইকগাছা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যাওয়ার পর খুলনার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী ছিলেন। ওই স্ট্যাটাস দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। এ কারণে রোববার রাতে খুলনা নগরের ১০ নম্বর ওয়ার্ডের দুই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

গতকাল রাতে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। সেই সংগঠনে নীতি ও আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারোর স্থান নেই। সম্প্রতি নীতি–আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, সাঈদী মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত একজন আসামি। তাঁর মৃত্যু নিয়ে শোক জানানোর কিছু নেই। কিন্তু খুলনা জেলার ওই ছাত্রলীগ নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এ কারণে তাঁদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।