নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন মো. মাসুদ (১৮) ও শেখ সোহান (১৯)। মাসুদ নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং সোহান একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে। দুর্ঘটনায় শেখ রাসেল (১৭) নামের এক কিশোর আহত হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, উপজেলার পাড়াগ্রাম থেকে মোটরসাইকেলে শোল্লা ইউনিয়নের দিকে আসছিলেন মাসুদ ও রাসেল। অন্যদিকে শোল্লা গ্রাম থেকে মোটরসাইকেলে পাড়াগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন সোহান। তাঁরা পূর্ব মেলেং এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত সোহানের চাচা শেখ কামরুল প্রথম আলোকে বলেন, গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া মাসুদকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে কেরানীগঞ্জের রোহিতপুরে তাঁর মৃত্যু হয়। আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন।
নবাবগঞ্জের পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুবেল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।