ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। রোববার সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায়ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন–ভাতার দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

আজ রোববার সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকার লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। অক্টোবর মাসের আংশিক বেতন, নভেম্বর মাসের বেতন ও রাত্রিকালীন দায়িত্বের বিশেষ ভাতা না পাওয়ায় কারখানাটির প্রায় ২০০ শ্রমিক সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত কারখানার সামনে অবস্থান করেন। পরে সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত তাঁরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালুকার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো আইসক্রিম কারখানায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের অক্টোবর মাসের আংশিক বেতন, নভেম্বর মাসের বেতন ও রাত্রিকালীন বিশেষ ভাতা এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ জন্য আজ বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে তাঁরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। তিন ঘণ্টা কারখানার সামনে অবস্থানের পর তাঁরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। পরে ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছাড়েন।

বিক্ষোভ করা কয়েকজন শ্রমিক জানান, অক্টোবরের আংশিকসহ তাঁদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তা ছাড়া তাদের ১৬ মাসের রাত্রিকালীন বিশেষ ভাতা বকেয়া। কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময় বকেয়া বেতন–ভাতা পরিশোধের আশ্বাস দিলেও কথা রাখেনি। এমতাবস্থায় বাসাভাড়া ও সংসার চালাতে গিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। এ জন্য বাধ্য হয়ে তাঁরা অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেন।

লাভেলো আইসক্রিম কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. তাহের প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের কিছু সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।