লোহাগাড়ায় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ইগল পাখি আহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি ইগল পাখি গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক সড়কে উপজেলার চুনতি পাহাড়ি এলাকায় একটি জিপের সঙ্গে পাখিটি ধাক্কা খায়।
পাখিটি আহত হওয়ার পর কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী পাখিটি উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন। পরে স্থানীয় এক কৃষকের তত্ত্বাবধানে পাখিটি দিয়ে তিনি কক্সবাজার চলে আসেন।
আবু মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ সকালে তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিলেন। তাঁর ব্যক্তিগত গাড়িটি লোহাগাড়ায় চুনতির পাহাড়ি এলাকায় পৌঁছালে আকাশ থেকে উড়ে সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় একটি ইগল তাঁর গাড়ির সামনে অন্য আরেকটি জিপের সঙ্গে ধাক্কা খায়। পরে ইগলটি সড়ক থেকে একটু দূরে গিয়ে পড়ে। পাখিটির অবস্থা দেখে তিনি ও তাঁর গাড়িচালক মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু এরপরও পাখিটি উড়তে পারছিল না।
আবু মোর্শেদ চৌধুরী আরও বলেন, ইগলটি সুস্থ করে তোলার মতো কোনো ব্যবস্থা তাঁর কাছে ছিল না। ইগলের ধারালো নখ ও ঠোঁটের কারণে তেমন কোনো সুরক্ষা উপকরণ না থাকায় বাড়তি ঝুঁকি না নিয়ে তিনি স্থানীয় এক কৃষককে দায়িত্ব দিয়ে চলে আসেন। তিনি বলেন, ‘ওই কৃষক বারবার আমাকে ইগলটি নিয়ে যাওয়ার অনুরোধ করছিলেন।
কিন্তু পাহাড়ি লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ভুল বুঝতে পারেন ভেবে তিনি সেটি রেখে আসেন। এ সময় তাঁর ছেলে গাড়িতে বসে মোবাইলে পাখিটির ভিডিও ধারণ করে রাখে।