কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

সীমান্ত
প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে ৬৬ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫০) উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছে।

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার প্রথম আলোকে বলেন, ‘জামতলা এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। মরদেহ নিয়ে গেছে বিএসএফ। খবর পেয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা মরদেহের পরিচয় শনাক্তসহ সুরতহাল তৈরি করছে। বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। আইনানুগ আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার কার্যক্রম চলছে।’

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, আজ সকাল আটটায় স্থানীয় লোকজন জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি (আবুল কাশেম) কাঁটাতারের কাছে গিয়ে মরদেহ দেখতে পান।

নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন স্থানীয় বাসিন্দা জানান, আনোয়ার সীমান্তের কাঁটাতারের এ পাশেই ছিলেন। দূর থেকে বিএসএফের সদস্যরা তাঁকে ডাক দেন। বিএসএফের সদস্যরা প্রথমে আনোয়ারের পায়ে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে আনোয়ার হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে আসেন। তখন তিন–চারজন বিএসএফ সদস্য আনোয়ারকে টেনে কাঁটাতারের ওপারে নিয়ে যান।