নাটোরে মাজারে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামের আল চিশতী মাজারে আয়োজিত বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই প্যান্ডেলে বাউলসংগীতের আসর বসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মাজার কমিটি সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও মাজার চত্বরে বাউল সংগীতের আয়োজন করা হয়। আজ থেকে ওই অনুষ্ঠান শুরুর কথা ছিল। এ উপলক্ষে প্যান্ডেল নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভাঙচুর করে তছনছ করেছে। এতে গানের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লোচনগড় গ্রামের এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, বাউল গানের নামে মাজারে বেআইনি কার্যক্রম চলে। সবকিছু মিলিয়ে গ্রামের সাধারণ মানুষ চান না সেখানে এ ধরনের উৎসব হোক। এ জন্য ক্ষুব্ধ লোকজন প্যান্ডেলের ক্ষয়ক্ষতি করেছে।
তবে অশ্লীলতা ও মাদক সেবনের অভিযোগ অস্বীকার করে মাজার কমিটির সভাপতি হোসেন কবিরাজ বলেন, ‘এটা বাড়িয়ে বলা হয়েছে। মূল ঘটনা চাঁদাবাজি। আমরা দুর্বৃত্তদের চিনি। তবে নিরাপত্তার কারণে তাদের পরিচয় জানাতে পারছি না।’
হোসেন কবিরাজ বলেন, ‘বার্ষিক আয়োজনের জন্য প্রতিবছর গ্রামের কিছু লোকজনকে চাঁদা দিতে হতো। এবারও তারা দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল। কিন্তু আমরা দিতে পারিনি। হয়তো এই আক্রোশে প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।