উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাতক্ষীরার তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজীবাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের ( ক্যাম্প-১২) জে-৫ ব্লকের রোহিঙ্গা মোহাম্মদ রফিকের ছেলে আবদুর রহমান (১৮)। দুজন একটি টোব্যাকো কোম্পানির কর্মচারী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবর রহমান বলেন, আজ দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের ধাক্কা লাগে। তাতে মোটরসাইকেল আরোহী দুজন গাড়ি থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। এ সময় বাসটি ফেলে চালক ও চালকের সহকারী পালিয়ে যান। বাসটি জব্দ করা হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।