ইলিশ ধরায় নিষেধাজ্ঞার শুরুতে বরগুনায় ৭ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরগুনার পায়রা নদী থেকে তিন জেলেকে আটক করা হয়
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরগুনায় সাত জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর বরগুনার পায়রা ও বিষখালী নদীতে অভিযান শেষে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

দণ্ডিত জেলেরা হলেন বরগুনার বেতাগী উপজেলা দক্ষিণ কালিকাবাড়া এলাকার মো. ইউনুস (৩৫), মো. পনু মিয়া (৪৫), মো. ইমরান (২০); তালতলী উপজেলার আগাপাড়া এলাকার জেলে মো. সুলাইমান (২০), মো. দেলোয়ার (১৯); বড় অংকুজানপাড়া গ্রামের মোশাররফ (২৫) ও তেঁতুলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর (৫০)।

মা ইলিশ রক্ষা এবং প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ইলিশ ধরায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ শুক্রবার শুরু হয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালিত হয় বরগুনার পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদ–নদীতে। অভিযানে বিষখালী নদী থেকে তিনজন এবং পায়রা নদী থেকে চার জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন

বরগুনা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষার জন্য তাঁরা বদ্ধপরিকর। এ জন্য নিরবচ্ছিন্নভাবে পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদ–নদীতে অভিযান পরিচালনা করেছেন। নিষেধাজ্ঞা অমান্যকারী কোনো জেলেকে ছাড় দেওয়া হবে না।