কুমিল্লায় বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন ফয়েজ উল্লাহ (৫০), অহিদ উল্লাহ (৪৫) ও সহিদ উল্লাহ (৪৮)। তাঁরা সবাই মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের মৃত আবদুল করিমের প্রথম পক্ষের সন্তান।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. নুরুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আশা করছি হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন।’ তবে আসামিপক্ষের আইনজীবী শাহানাজ সুলতানা বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবে আসামিপক্ষ।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৬ আগস্ট সকালে মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে প্রথম সংসারের তিন ছেলে ও তাঁদের স্বজনেরা বৃদ্ধ আবদুল করিমকে (৮৫) কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে আবদুল করিম মারা যান। এ ঘটনায় নিহত আবদুল করিমের তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম (৪৮) বাদী হয়ে করিমের প্রথম সংসারের ছেলে আসামি ফয়েজ উল্লাহ (৫০), অহিদ উল্লাহ (৪৫), সহিদ উল্লাহসহ (৪৮), তাঁদের স্ত্রী-সন্তানদের নামে থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সফিউদ্দিন ভূঁইয়া ও এ এইচ এম মাহমুদ তদন্ত করে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৩ নভেম্বর অভিযোগ গঠনের পর মামলার ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও সহিদ উল্লাহকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত।