পাবনার সাঁথিয়া পৌরসভায় নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন বরাদ্দের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলাটি করেছেন।
অভিযুক্ত দুই মেয়র হলেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম (৫৮) এবং সদ্য বিদায়ী মেয়র ও পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি মাহবুবুল আলম (৪৮)।
অন্য আসামিরা হলেন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান (৫৪), নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান (৫৩), সাবেক হিসাবরক্ষক আবদুল বারিক (৪৯), কার্যসহকারী আবু ইছা শফিউল আলম (৪৭), প্রধান সহকারী নূরুজ্জামান (৪৩), এমএলএসএস নুরুল ইসলামসহ (৪৬) বিভিন্ন ওয়ার্ডের সাবেক ও বর্তমান কাউন্সিলররা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ পৌরসভাটিতে ডেঙ্গু মশা নিধন, পরিষ্কার–পরিচ্ছন্নতা ও প্রচার এবং করোনাভাইরাস মোকাবিলার ১৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, ২০২০-২১ অর্থবছরে ১১ লাখ ৩ হাজার ৮৬৭ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ১১ লাখ ২৫ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেয়। অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে এই টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া পৌরসভাটিতে কোনো জিপ গাড়ি না থাকলেও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি ব্যয়ের জন্য ২ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা বিল, নালা পরিষ্কারের নামে ভুয়া বিল–ভাউচার প্রস্তুত করে ২ লাখ ৭২ হাজার ১৫০ টাকা মিলিয়ে সর্বমোট ৪৩ লাখ ৭ হাজার ৫৩৩ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুসন্ধানে ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের সত্যতা মেলায় মামলাটি করা হয়েছে। বিস্তর তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হবে।