সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চলছে, রাতে বাস ও পিকআপে অগ্নিসংযোগ

কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার পুলিশের সংঘর্ষ হয়। ছবিটি গতকালেরছবি: প্রথম আলো

কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’–এর মধ্যে আজ শুক্রবারও সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলের আশপাশে পুলিশ অবস্থান করলেও বেলা একটা পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি।

এদিকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের সময় চারটি বাস ও একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকাসহ রেডিও কলোনি বাসস্ট্যান্ড ও পাকিজা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। এ ছাড়া রেডিও কলোনি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা।

বেলা একটার দিকে এ ঘটনার সময় আশপাশে পুলিশের অবস্থান থাকলেও আন্দোলনকারীদের বাধা দেয়নি তারা। আন্দোলনকারীদের একপর্যায়ে গতকালের পুড়ে যাওয়া একটি পিকআপে ফের আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান প্রথম আলোকে বলেন, ‘আমরা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা জেনেছি। আজকে যারা সড়কে অবস্থান নিয়েছে তারা শিক্ষার্থী নয়, তারা মূলত হকার, টোকাই, বিএনপির নেতা-কর্মী। ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন আছে।’