বিকেলে উঠানে খেলছিল শিশুটি, সন্ধ্যায় পুকুর থেকে মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদন উপজেলায় পানিতে ডুবে তানিশা নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নের জঙ্গল টেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি ওই গ্রামের কাওসার মিয়ার মেয়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে তানিশাকে বাড়ির উঠানে রেখে তার মা রান্নাঘরে কাজ করছিলেন। তার বাবা ওই সময় কৃষি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। শিশুটি উঠানে বসেই খেলা করছিল। একপর্যায়ে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর মা রান্নাঘর থেকে বের হয়ে শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। তাঁর ডাকে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সন্ধ্যায় পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিশাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান বলেন, অসচেতনতায় এমনটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।