গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুরের ছাগলছড়ায় এই দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পাঁচজন হলেন মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর গ্রামের নাছিমা বেগম, তাঁর দুই বোন আছমা বেগম ও সালমা বেগম, তাদের ভাই হুমায়ুনের স্ত্রী কোমল বেগম এবং মাইক্রোবাসের চালক আলমগীর হোসেন।
মুকসুদপুর থানার ওসি জানান, নিহত ব্যক্তিদের লাশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী জুনায়েদ শিকদার বলেন, ‘আমি মাইক্রোবাসের পেছনের গাড়ি সোনালী পরিবহনের সামনে বসে ছিলাম। মাইক্রোবাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাস কাটিয়ে সামনে যায়। এ সময় গ্লোবাল পরিবহনের বাস দ্রুতগতিতে এলে ওই মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।’