দোহারে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ডাকাতিপ্রতীকী ছবি

ঢাকার দোহারে একটি বিয়েবাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিকের দাবি, প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, টাকাসহ মোট ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।

ভুক্তভোগী জুয়েল খান বলেন, রাত তিনটার দিকে ঘরের দরজা ভেঙে ৮–১০ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় বিয়েবাড়িতে আসা আত্মীয়স্বজনদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা। তাঁদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর সেখান থেকে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন

জুয়েল খানের মা কমলা বেগম বলেন, ‘আমার মেয়ের বিয়ে হয়েছে দুই দিন আগে। হের শ্বশুরবাড়িতে দেওনের জন্য ফার্নিচার উপহারের তিন লাখ টাকা ও সোনার গয়না—সবকিছু নিয়া গেছে। ডাকাতেরা বাড়িতে আসা আত্মীয়স্বজনদের সব কেড়ে নিয়ে গেছে।’

আরও পড়ুন

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন