ময়মনসিংহে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা
ময়মনসিংহ নগরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে আনসার ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীদের তৎপরতায় নগরজুড়ে সড়কে শৃঙ্খলা ফেরানো হয়েছে।
আজ বেলা ১১টার দিকে নগরের গাঙ্গীনারপাড় মোড়ে গিয়ে দেখা যায়, অন্তত ২০ জন শিক্ষার্থীর একটি দল ওই মোড়ের চারটি সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এক লেনে করে চলতে দেন। হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে কেউ এলে তাঁদের ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরে বের হওয়ার অনুরোধ করেন। সে সময় এলাকাটিতে আনসার ব্যাটালিয়নের দুজন সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা যায়। গাঙ্গীনারপাড় মোড় ছাড়াও নগরের পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া ব্রিজ মোড়সহ অন্যান্য স্থানে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
নগরের গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী ফাহমিদা সরকার বলেন, ‘শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা শিক্ষার্থীরা টিম করে কাজ করছি। সুন্দর স্বাভাবিক ময়মনসিংহ গড়তে আমরা কাজ করছি, যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হয়। চলাচলকারী অটোরিকশাগুলোকে শৃঙ্খলিতভাবে চলা এবং হেলমেট ছাড়া যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন তাঁদের হেলমেট পরে মোটরসাইকেল চালাতে অনুরোধ করা হচ্ছে। সবাই যদি সুশৃঙ্খলভাবে লাইন মেনে চলাচল করে তাহলে আমাদের দেশের ট্রাফিক জ্যাম অনেকটা কমে যাবে। সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
আনন্দমোহন কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা দেশ নতুনভাবে স্বাধীন করেছে। পুলিশ নিজেদের কাজ না করায় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা কাজ করছে। শহরের প্রতিটি পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা কাজ করছেন, যেন ট্রাফিক নিয়ন্ত্রণে থাকে।
গতকাল মঙ্গলবার রাত থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন জানিয়ে আনসার ব্যাটালিয়নের হাবিলদার মো. আলাল উদ্দিন বলেন, ‘আজ শিক্ষার্থীরা আমাদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করায় অনেক সহজ হয়েছে। তারা মানুষকে বুঝিয়ে সুশৃঙ্খলভাবে সড়কে যান চলাচল করতে দিচ্ছে।’