কুষ্টিয়া বিএনপি: ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির পদবঞ্চিত নেতা-কর্মীরা। দুপুরে শহরের ইসলামিয়া কলেজ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে মজমপুর ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
মিছিল ও সমাবেশে শতাধিক নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। তাঁরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের আহ্বান জানান। তা না হলে ‘যেকোনো ঘটনা ঘটে যেতে পারে’ বলে হুঁশিয়ারি দেন।
এর আগে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। ঢাকা ও কুষ্টিয়ায় তাঁরা এ কর্মসূচি পালন করবেন বলে জানান। আজ ছিল কর্মসূচির প্রথম দিন। তিন দিনের কর্মসূচির মধ্যে আছে অনশন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মিছিল শেষে মজমপুর ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পদবঞ্চিত নেতা আইনজীবী শামিমুল হাসান বলেন, ‘যত দিন কুতুব-জাকির কমিটি বাতিল না হবে, তত দিন রাজপথে আন্দোলন চলতে থাকবেই। কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে এই আন্দোলন আরও বেগবান করা হবে।’
জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবির তাঁর বক্তব্যে বলেন, ‘যত দিন কুতুব-জাকির নেতৃত্বে থাকবেন, তত দিন আন্দোলন থাকবে।’ জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেকোনো মুহূর্তে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। আপনারা সাবধান হয়ে যান।’
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার বলেন, ‘আন্দোলন সংগ্রামকে দমিয়ে রাখা যাবে না। ত্যাগী নেতাদের বাদ দিয়ে এই শহরে বিএনপির রাজনীতিতে হাওয়া লাগা অবস্থায় আসা নেতাদের কোনো স্থান হবে না।’
দলীয় সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়। ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি ও সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১২ সালে গঠিত কমিটিতে এই দুজন একই পদে ছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ৪ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নেতা-কর্মীদের অভিযোগ, কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও অত্যাচারের সময় মাঠে ছিলেন না।
গত ১৭ নভেম্বর কমিটি বাতিলের দাবিতে শহরের এনএস রোডে প্রায় আধা কিলোমিটারজুড়ে নেতা-কর্মীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই দাবিতে ৬ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন নেতা-কর্মীরা। এবার দাবি আদায়ে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করছেন তাঁরা।