ময়মনসিংহে বৃষ্টিমুখর দিনে জিপিএ-৫ উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টির আনাগোনা শুরু হয়। রাতভর বৃষ্টির পর আজ শুক্রবার সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার ১৩টি উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসতে শুরু করে শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ৯টায়। তবে এর আগেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে বৃষ্টির কারণে দেরিও হয় কারও কারও।
ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে আজ সকাল ৯টা ৪৭ মিনিটে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। পুরো অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তুমুল আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠান উপভোগে মেতে ওঠে।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’স্লোগানে দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব।
আয়োজনটির পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি., বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি নাহিদ মণ্ডলের উপস্থাপনায় ১৩টি উপজেলার শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন করে প্রতিনিধিকে মঞ্চে ডেকে নেওয়া হয়। তারা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করে।
ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে শারমিন সুলতানা। মঞ্চে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের এলাকাটি নারী ফুটবলারদের জন্য খ্যাত। কিন্তু সেখানে শিক্ষার মান তেমন ভালো নয়। সেই এলাকা থেকে আমি জিপিএ-৫ অর্জন করেছি, যা মোটেও সহজ ছিল না। প্রান্তিক এলাকার প্রতিকূলতা ঠেলে এই এগিয়ে যাওয়াকে প্রথম আলো সম্মানিত করায় কৃতজ্ঞ।’
শিক্ষার্থীদের স্বপ্নের কথা জানতে চাইলে অনেকেই চিকিৎসক, পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক, প্রকৌশলী, বিসিএস ক্যাডার, কূটনীতিক ও সাংবাদিক হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন।
সকাল ৯টা ৪৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
শিক্ষার্থীদের পাশাপাশি কৃতী ১০ শিক্ষককেও সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ, মোহাম্মদ রায়হান উদ্দিন প্রমুখ।