চলন্ত বাস থেকে নামতে গিয়ে প্রাণ গেল পোশাকশ্রমিকের

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরে চলন্ত যাত্রীবাহী মিনিবাস থেকে নামতে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম দেলোয়ার মণ্ডল (৪৫)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার রসুলপুর গ্রামের আশেক নূর মণ্ডলের ছেলে। তবে দেলোয়ার গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, গতকাল রাতে দেলোয়ার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকা থেকে তাকওয়া পরিবহনের বাসে ওঠেন। বাসটি মহাসড়কের রাজাবাড়ি এলাকায় পৌঁছানোর পর চলন্ত বাস থেকে নামতে গিয়ে দেলোয়ার ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটিকে আটক করেন। তবে ওই বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।