চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠে একটি হলুদখেতের টংঘর থেকে আবদুল মান্নান (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।
নিহত আবদুল মান্নান গোবিন্দহুদা গ্রামের হিরাজ মণ্ডলের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি দর্শনা শহরে ভাই ভাই গার্মেন্টস নামের একটি তৈরি পোশাকের দোকানের কর্মচারী ছিলেন। লাশ উদ্ধারের ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আবদুল মান্নানের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, আবদুল মান্নান অন্যান্য দিনের মতো গতকাল রোববার সকালে বাড়ি থেকে দর্শনার দোকানের উদ্দেশে রওনা দেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। আজ দুপুরে গোবিন্দহুদা গ্রামের কৃষকেরা মাঠে কাজ করার সময় একটি হলুদখেতের টংঘরে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে বিষের একটি বোতল উদ্ধার করা হয়।
খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। জাকিয়া সুলতানা প্রথম আলোকে জানান, নিহতের পরিবার ও আশপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যা করতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে।