বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ও চাঁদপুর-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, কালো টাকা, মাদক আর শক্তির প্রভাব বিস্তার করছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। শুধু তাই নয়, টাকা দিয়ে ভোট কেনার মহোৎসবে মেতে উঠেছেন তিনজন প্রার্থী। এই আসনে ১১৮টি ভোটকেন্দ্র আছে। যার সব কটিই ঝুঁকিপূর্ণ। এসব ভোটকেন্দ্র দখল ও জাল ভোটের শঙ্কা রয়েছে।
গতকাল শনিবার বিকেলে ফরিদগঞ্জ বাজারের নিজ নির্বাচনী কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি এ অবস্থায় মাঠে থেকে নির্বাচনের শেষ পর্যন্ত দেখে নেব। যদিও অন্য প্রার্থীরা তাঁদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত রয়েছেন। কেন্দ্র দখল, জাল ভোটসহ প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করছেন।’ তবে কোন তিনজন টাকা ছড়াচ্ছেন, তা তিনি বলেননি।
মো. শাহজাহান আরও বলেন, এ বিষয়গুলো নির্বাচন কমিশনসহ প্রশাসনকে তিনি জানিয়েছেন। প্রশাসন তাঁকে আশ্বস্ত করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে।
স্থানীয় লোকজন বলেন, এ আসনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন মুহম্মদ শফিকুর রহমান। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক ভূঁইয়া (ঈগল)। আর ট্রাক প্রতীক নিয়ে কাতারপ্রবাসী আওয়ামী লীগের নেতা জালাল আহমেদ।