পর্যটকদের মালামাল লুটপাটে ঝাউবাগানে অবস্থান, ৪টি অস্ত্রসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারপ্রতীকী ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানের ভেতর অভিযান চালিয়ে চারটি অস্ত্রসহ দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সোয়া ১০টায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালীর গোরকঘাটার উত্তর ঘোনাপাড়ার জকরিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা গ্রামের আবুল কালামের ছেলে আরমান হোসেন (৩৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের মালামাল লুটপাটের উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঝাউবাগানের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় এলজি, দুটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার মামলা হয়েছে।