‘দুর্যোগ প্রস্তুতি-পুনর্বাসনে উপকূলের নারী ও শিশুদের প্রাধান্য দিতে হবে’

বরিশালে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ঘূর্ণিঝড় রিমালে জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় অতিথিরা। গতকাল সোমবার বিকেলেছবি: প্রথম আলো

জলবায়ু পরিবর্তনে প্রকৃতিতে নানা পরিবর্তন আসছে। এর প্রভাব পড়ছে সবকিছুর ওপর। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা। এ জন্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, জরুরি সহায়তা, পুনর্বাসনে নারী ও শিশুদের প্রাধান্য দিতে হবে।

গতকাল সোমবার বিকেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ঘূর্ণিঝড় রিমালে জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে এক কর্মশালায় এ কথা বলেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান। সুইডেনভিত্তিক দাতা সংস্থা সিডার অর্থায়নে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগো নারী, সুশীলন ও উত্তরণ রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা খুলনা, পটুয়াখালী এবং বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় যেসব উদ্যোগ গ্রহণ করে, তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কয়েকটি পর্বে বক্তব্য দেন আইআরসির হেড অব ইমার্জেন্সি অ্যান্ড রেজিলিয়েন্স কর্মকর্তা সুবর্ণা বর্মা, প্রকল্প পরিচালক আসাদুজ্জামান, জাগো নারীর প্রধান হোসনে আরা হাসি, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ সরকার প্রমুখ।