ময়মনসিংহে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
ময়মনসিংহ নগরে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
নিহত তোফাজ্জল হোসেন (৪৫) নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি নগরের নিজকল্পা এলাকার আবদুস সালামের ছেলে।
নিহতের বড় ভাই সাইফ উদ্দিন আজ বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘ফিলিং স্টেশনে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল আমার ভাই। সে লাইফ সাপোর্টে ছিল। আজ চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছেন।’
গত সোমবার বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি গাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে হিমেল আহমেদ (৩২) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫), আবুল হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন মারা যান। গুরুতর আহত তিনজন ঢাকায় ও দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণের পর থেকে গ্যাস নির্গত হচ্ছে। এ অবস্থায় সেখানে ৫০০ মিটার এলাকায় যানবাহন ও মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার রাত ১১টার দিকে জেলা প্রশাসন থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটির গঠন করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান আজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।