সুনামগঞ্জে ১৬০০ বস্তা ভারতীয় চিনি ও সুপারি জব্দ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী একটি বাজার ও দুটি গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ৪৯৫ বস্তা চিনি ও ১১০ বস্তা সুপারি জব্দ করা হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার ও কলাউড়া এবং ভাওয়ালিপাড়া গ্রামের অভিযান শুরু হয়। বাজার ও এসব গ্রামের দোকানপাট, ঘরবাড়ি, গুদাম থেকে এক হাজার ৪৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি জব্দ করা হয়।
জব্দ তালিকায় চিনির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। একই তালিকায় সুপারির মূল্য দেখানো হয়েছে ৪৪ লাখ টাকা।
এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকা দিয়ে অবৈধভাবে চিনিসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আসে। এই চোরাচালানের সঙ্গে অনেকেই জড়িত; কিন্তু এসব বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেই।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান বলেন, দিনভর অভিযান হয়েছে। সন্ধ্যায় জব্দ করা পণ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে রাখা হয়েছে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি।
দোয়ারাবাজারের ইউএনও নেহের নিগার বলেন, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। চোরাচালানবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।