ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত
নরসিংদীর পলাশের ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মো. ইকবাল হোসেন (৩২) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ঘোড়াশালের দুই রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার বেলা ১১টায় তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। নিহত ইকবাল হোসেন পলাশের ঘোড়াশাল পৌরসভার ঘাগড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। পাশের চরপাড়া এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঢাকাগামী রেললাইন ধরে হাঁটতে থাকা ব্যক্তিরা ট্রেনে কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদেরই একজন ঘটনাটি ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন। ট্রেনে কাটা পড়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ইকবালের বড় ভাই মো. শাহীন বলেন, আগে ঘোড়াশাল পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন ইকবাল। অল্প বেতনে না পোষানোর কারণে চাকরি ছেড়ে বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করতেন। গতকাল এত রাতে তিনি কেন রেললাইনে গিয়েছিলেন, সে ব্যাপারে স্ত্রীসহ কেউ কিছু বলতে পারছেন না।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল রাতের কোনো এক সময় ঢাকাগামী কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে পড়ে থাকা একটি ভাঙা মুঠোফোনের সূত্র ধরে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়েছে। যোগাযোগের পর তাঁর স্বজনেরা এসেছেন। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ হস্তান্তর করা হবে।