নোয়াখালীতে সাবেক সংসদ সদস্যের দুটি বাড়ি, সাতটি স্পিডবোট ও চারটি ট্রলারে আগুন

আগুনে পুড়ছে হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর একটি বাড়িছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়ি, সাতটি স্পিডবোট এবং চারটি ট্রলারে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এসব ঘটনা ঘটে। যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এর একটি হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এবং অপরটি ব্রিকফিল্ড বাজার এলাকায়। স্পিডবোট ও ট্রলারগুলো হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা ছিল। এ ছাড়া রাতে লক্ষ্মীদিয়ার দুটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে কিছু লোক মিছিল নিয়ে মোহাম্মদ আলীর লক্ষ্মীদিয়ার বাড়ির সামনে যান। এ সময় মোহাম্মদ আলীর অনুসারীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হন মিছিলে থাকা তিনজন। এ ঘটনার জেরে রাত দেড়টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েক শ মানুষ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়িতে হামলা চালান। ভাঙচুরের পর দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। একই সময়ে নলচিরা ঘাটে মোহাম্মদ আলীর সাতটি স্পিডবোট এবং চারটি পণ্য ও যাত্রীবাহী ট্রলারে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সময় ফায়ার সার্ভিস কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

আগুনে পুড়ছে নৌযান। আজ সকালে তোলা
ছবি: প্রথম আলো

মোহাম্মদ আলীর ব্যবসায়িক অংশীদার গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, রাতে ছাত্রদের মিছিল থেকে প্রথমে মোহাম্মদ আলীর বাড়িতে এক দফা হামলা হয়েছিল। পরে আবার রাতে দ্বিতীয় দফায় দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া সাতটি স্পিডবোট ও চারটি ট্রলারেও আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদের হামলা-ভাঙচুরের এ ঘটনার সুযোগে বাড়ি দুটিতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের হাতিয়া স্টেশনের সেকেন্ড লিডার হারুনুর রশিদ আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, রাতে আগুন দেওয়ার ঘটনার পর তাঁদের ফোনে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তারা পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। তাই নিরাপত্তাহীনতার কারণে আগুন নেভাতে যেতে পারেননি।

পুড়ে যাওয়া একটি বাড়ি। আজ সকালে তোলা
ছবি: প্রথম আলো

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা আজ সকালে প্রথম আলোকে বলেন, বিক্ষুব্ধ ছাত্রদের একটি অংশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর লক্ষ্মীদিয়া এলাকার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল নিয়ে যায়। তখন বাড়িতে অবস্থানকারী লোকজন ওই মিছিলে ধাওয়া দেন। এ সময় দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর জেরেই কয়েক শ ছাত্র-জনতা মোহাম্মদ আলীর বাড়ি এবং কিছু নৌযানে আগুন দিয়েছেন। দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ঘটনাস্থলে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না।