বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

ডেঙ্গু
ছবি: বাসস

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় একজন গত বৃহস্পতিবার দুপুরে এবং অপরজন গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। এ নিয়ে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হলো। এর আগে গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

ডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া দুই নারী হলেন ঝালকাঠি সদরের বাউকাঠি এলাকার আজুফা বেগম (৫৫) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের পারুল বেগম (৬০)। আজুফা গতকাল রাতে এবং পারুল বৃহস্পতিবার দুপুরে মারা যান।

পারুল বেগমের ছেলে সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর মা দু-এক বছরে বাড়ির বাইরে কোথাও ভ্রমণ করেননি। গত মঙ্গলবার রাতে বরগুনা থেকে বরিশালে আনা হলে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

আরও পড়ুন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯১ জন রোগী। এর মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ও পটুয়াখালী জেলার অন্য হাসপাতালে ৪২ জন, পিরোজপুরে ২৪ জন, বরগুনায় ১৩ জন এবং ভোলায় ১০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে ঝালকাঠি জেলায় গত দুই দিনে কোনো রোগী ভর্তি হননি।

আজ নতুন ও পুরোনো রোগী মিলিয়ে বিভাগের সব হাসপাতাল মিলিয়ে ভর্তি আছেন ৮২৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি আছেন ২২৩ জন রোগী।

আরও পড়ুন

বরিশাল বিভাগে চলতি জুলাই মাসে ডেঙ্গুতে মৃত্যু ও ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালগুলোতে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। প্রথম দিকে রোগীদের বেশির ভাগ ঢাকাসহ অন্য স্থানে ভ্রমণের ইতিহাস থাকলেও এখন বেশির ভাগ রোগীই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে পিরোজপুরের নেছারাবাদ ও পটুয়াখালীর দুমকি উপজেলার বেশ কয়েকটি স্থানে নমুনা পরীক্ষা করে এডিস মশার লার্ভা শনাক্ত করেছেন কীটতত্ত্ববিদেরা। পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন