মাঠে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাত
ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে মাঠে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নিহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম আবদুল মুছব্বির (৩৩)। তিনি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের নিহালপুর গ্রামের বাসিন্দা এবং ফয়েজ আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় হুরমা খালের উত্তর পাশে মুছব্বির ও তাঁর বাবা ফয়েজ আহমদ ট্রাক্টর দিয়ে নিজের জমিতে হাল চাষ করছিলেন। মুছব্বির ট্রাক্টর চালাচ্ছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি মধ্যেই মুছব্বির কাজ করছিলেন। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মুছাব্বিরের মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।