বিএনপির দেওয়া চিঠিকে ঘিরে নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি চাই না: রাশেদ খান

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। আজ বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারেছবি: প্রথম আলো

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘২০১৮ সালে আমাদের আন্দোলন, এরপর থেকেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের সংগ্রামের সারথি বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল। এখানে বিএনপির দেওয়া একটি চিঠিকে ঘিরে নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি আমরা চাই না। এ ছাড়া এই চিঠিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করা থেকেও বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাই।’

আজ বুধবার বিকেলে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রাশেদ খান এসব কথা বলেন। শহরের স্টেডিয়াম এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা।

ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) সংসদীয় এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কাজে রাশেদ খানকে সহযোগিতা করতে দলের স্থানীয় নেতা-কর্মীদের ২২ অক্টোবর চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এই চিঠি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের (গণ অধিকার পরিষদ) যুগপৎ সম্পর্ক। গণ-অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও নেপথ্যে থেকে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার পতনের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করেছে। বিএনপি ঝিনাইদহ-২ আসনকে কেন্দ্র করে যে চিঠি দিয়েছে, সেটি কেন দিয়েছে, তা বিএনপির নেতৃবৃন্দই বলতে পারবে। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। জনগণ সিদ্ধান্ত নেবে কে এমপি হবে, কে নেতা হবে।’

আরও পড়ুন

গণ অধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করছে উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করা হবে। সে বিষয়ে ইতিমধ্যেই কাজ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি আপনাদের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চাই। দেশের উন্নয়নে কাজ করতে চাই।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে রাশেদ খান বলেন, ‘এই সরকার সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। জাতীয় সরকার গঠিত হলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার পতনের পরও ঝিনাইদহে শেখ হাসিনার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাদের নামে মামলা হচ্ছে না। আমরা সবকিছুরই খবর রাখছি। আসুন, অন্যের বদনাম না করে সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সবাই দেশের জন্য কাজ করি।’

মতবিনিময় সভায় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. শাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন