আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সভায় যোগদান, দুই প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

চট্টগ্রাম জেলার মানচিত্র

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করায় চট্টগ্রামের ফটিকছড়িতে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফটিকছড়ি উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তা মো. মফিজুর রহমান এবং একরাম উল্লাহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি বখতিয়ার সাঈদের পক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  মো. মফিজুর রহমান জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবং একরাম উল্লাহ ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তাঁরা অভিযোগ স্বীকার করায় রিটার্নিং কর্মকর্তা এমন ব্যবস্থা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই দুজন শিক্ষক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থেকেও আবার প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে গেছেন। এ কারণে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।