ধানখেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

লাশ
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় ধানখেতে পড়ে ছিল অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত লাশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোঁকা গ্রামের ঈদগাহের পাশে একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ৩২ বছর। ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে স্থানীয় কয়েকজন ধানকাটা শ্রমিক জোঁকা গ্রামের ঈদগাহের পাশে ধান কাটতে গিয়ে একটি ধানখেতে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। শ্রমিকেরা লাশটি দেখে ধান না কেটে ফিরে আসেন। এরপর তাঁরা বিষয়টি গ্রামের কয়েকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে একটি ছাপার লুঙ্গি ও লাল রঙের ছাপার শার্ট ছিল। বুকের বাঁ পাশে শার্ট রক্তে ভেজা ছিল। পাশের ধানখেতে পানির একটি খালি বোতল পড়ে ছিল।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।