পাবনায় প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে দিবালোকে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ওয়ালিফ হোসেন ওরফে মানিক (৩৫)।
পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ওয়ালিফ পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমান যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর শ্বশুর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ১৭ জুন রাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হন। ওই ঘটনায় করা মামলার আসামি ছিলেন ওয়ালিফ। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন ওয়ালিফ। ২০ দিন আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন। আজ পাবনার আদালতে মামলাটির হাজিরার দিন ছিল।
স্বজনেরা জানান, মামলায় হাজিরা দেওয়ার জন্য সকাল ৯টার দিকে ওয়ালিফ জেলা শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাস্তায় উঠতেই ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ওয়ালিফকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নিহত ওয়ালিফের বাবা ইউনুস আলী বলেন, আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্য সকালে ছেলে তাঁর কাছ থেকে টাকা নিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পরই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার বিচার চান।
জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকারীদের নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গত বছরের তাফসির হত্যার জেরেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।