গাজীপুরে ঝুটগুদামের আগুনে পুড়ল পাশের ২০ ঘর
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ঝুট গুদামসহ স্থানীয় একটি বাড়ির প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কোনাবাড়ী বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কোনোবাড়ী বউবাজার এলাকায় পিএন গার্মেন্টসের পাশেই কিছু বাড়িঘর নিয়ে গড়ে উঠেছে একটি আবাসিক এলাকা। সেখানেই এক খণ্ড জমিতে ঝুটগুদাম করেছেন স্থানীয় শরিফ নামের এক ব্যক্তি। এর মধ্যেই আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ গুদামটিতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ক্রমেই বড় হতে থাকে। পরে খবর দিলে কোনাবাড়ী, কাশিমপুর ও ভোগড়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, বিকেল ৬টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সরেজমিনে দেখা যায়, কোনাবাড়ী মোড় থেকে একটি সড়ক সোজা চলে গেছে আমবাগের দিকে। এখানে আমবাগ সড়ক ধরে আনুমানিক দুই কিলোমিটার সামনে এগোলে নগরের বউবাজার। এখানেই পিএন গার্মেন্টসের পাশে গড়ে উঠেছে ঝুটগুদাম। গুদামের পাশেই টিনশেড বাড়ি। আগুনে ঝুটগুদাম ও ওই বাড়ির প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে।
স্থানীয় বাসিন্দা ও একটি পোশাক কারখানার শ্রমিক মো. শাহিন প্রথম আলোকে বলেন, ‘আমি বউবাজারের পাশ দিয়েই যাচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ দেখি ঝুটগুদাম থেকে ধোঁয়া উঠছে। এরপর কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই।’ তিনি বলেন, এটা খুব ঘিঞ্জি এলাকা। ফায়ার সার্ভিসের গাড়ি ঠিকমতো ঢুকতে পারছিল না। আবার পানিও পাওয়া যাচ্ছিল না। এ কারণে আগুন নেভাতে সময় লেগেছে ফায়ার সার্ভিসের।