নাটোরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৬, বাড়িঘর ভাঙচুর
নাটোরের লালপুর উপজেলায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে।
গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লালপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের ছাত্রলীগ কর্মী মো. জয় তাঁর ফেসবুকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে গতকাল বিকেলে একটি পোস্ট দেন। এ নিয়ে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির (সুইট) ছাত্রলীগের কর্মী জয়কে মারধর করেন। পরে জয়ের স্বজনেরা একত্র হয়ে ছাত্রদল নেতা রায়হান কবিরকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে নিরাপদ স্থানে চলে যান রায়হান কবির। রাত আটটার দিকে রায়হান কবির ও তাঁর সহযোগীরা জড়ো হয়ে রঘুনাথপুর গ্রামে গিয়ে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান (মিলিটারি মান্নান), তাঁর ছেলে মো. সোহাগ, নাতি মো. জয় ও স্বজন মো. জিয়াদকে মারধর করেন। তাঁদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে ছাত্রদল কর্মী মো. সাগর আহত হন। আর আহত মো. জিয়াদকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত বাকি তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রঘুনাথপুর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে রামকৃষ্ণপুর গ্রামে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনের বাড়ির সামনে দুটি ফাঁকা গুলি ছোড়েন। এরপর লালপুর ত্রিমোহিনী সিনেমা হল মোড়ে উপজেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদের (পাপ্পু) চাচাতো ভাই যুবদল কর্মী রোকনুজ্জামানের (৪৮) ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় রোকনুজ্জামানকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ লিখিতভাবে পুলিশকে কিছু জানায়নি। তবে খবর পেয়ে রঘুনাথপুরে পুলিশ পাঠানো হয়েছিল। ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে একটি বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে বলে তাঁরা জেনেছেন। এ ছাড়া রামকৃষ্ণপুরে গুলি ছোড়া ও বিএনপি নেতার চাচাতো ভাইকে মারধর করার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অজ্ঞাতস্থানে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের নেতৃত্বে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করার কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ভবনে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাহুল খানসহ ১০ থেকে ১২ জনকে কেক কাটার সময় দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করলেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁরা আত্মগোপনে আছেন।