‘কম্বল পায়া হামার খুব উপকার হইল’
বয়সের ভারে নুয়ে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিন (৬৭)। লাঠিতে ভর দিয়ে প্রথম আলো চরে আলোর পাঠশালায় এসেছেন তাঁরা কম্বল নিতে। জসিম উদ্দিন বলেন, ‘এ বছর ঠান্ডা খুব বেশি পড়ছে। রাইত হইলে কনকনে শীত পড়ে। ঠান্ডার কাপড় কিনমো ট্যাকা নাই। মানসের ভিটাত ঘর তুলি আছি। বাড়ি করমো জমি নাই। প্রতিবন্ধী ভাতার ট্যাকায় খুব কষ্টে দিন যায়। এত দিন শীতত ছাওয়াপোয়া (সন্তান) নিয়ে কষ্ট করি আছি। তোমার দেওয়া কম্বল পায়া হামার খুব উপকার হইল।’
আজ বুধবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার প্রথম আলো চরে ৪০০ অসহায় নারী-পুরুষ ও শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কনকনে এই শীতে কম্বল উপহার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জসিম উদ্দিনের মতো অসহায় অনেক মানুষ।
কম্বল পেয়ে ৬০ বছর বয়সী আবেদা বেওয়ার মুখে স্বস্তির ছাপ দেখা গেল। তিনি বলেন, ‘বিধবা মানুষ, বাড়ি নদীত ভাঙ্গি গেইছে, ছেলের বউয়েরা ভাত দেয় না। বেটির বাড়িত থাকং। এ্যাকখান কম্বলের জন্যে ম্যালাজনের কাছত কইছও। কাইও (কেউ) কম্বল দিল না। তোমরা ডাকে আনি কম্বল দিলেন। এই গোদা (ভারী) কম্বলে এবার জার (শীত) যাইবে।’
এর আগে প্রথম আলো চরের অসহায় ও দরিদ্র মানুষের তালিকা করে কম্বল বিতরণের জন্য কার্ড বিতরণ করেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা ও আলোর পাঠশালার শিক্ষকেরা। আজ যাঁরা কম্বল নিতে আলোর পাঠশালায় আসতে পারেননি, বন্ধুসভার সদস্যরা তাঁদের বাসায় কম্বল পৌঁছে দেন।
আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, ভৌগোলিকভাবে এখানকার মানুষ নানান সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত। বন্যা ও নদীভাঙনের ফলে এখানকার অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে অসহায়ভাবে জীবনযাপন করছেন। এসব প্রতিকূলতার পাশাপাশি তীব্র শীতে দরিদ্র মানুষ অনেক কষ্টে ছিলেন। এখন তাঁরা প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে খুশি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ও আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি সফি খান, বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজ্য জ্যোতি, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, আবদুল কাদের, শিক্ষক মামুন উর রশীদ, সফিকুল ইসলাম, আল হাসান, মাইদুল ইসলাম, বন্ধুসভার বন্ধু আফ্রিদা মোবাশ্বিরা, মো. সাদেকুর রহমান প্রমুখ।
শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে কম্বল দিয়েছে এডিসন ফাউন্ডেশন। এডিসন গ্রুপের সহায়তায় প্রাপ্ত ৪০০ কম্বল গতকাল কুড়িগ্রামে বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।
বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।